• ঢাকা
  • সোমবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং
আলফাডাঙ্গায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

কবির হোসেন,আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় হাসমত শেখ (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আলফাডাঙ্গা পৌর এলাকার ধলাইরচর গ্রামের মৃত্যু আইনুদ্দিন শেখের ছেলে তিনি।

শনিবার ( ১১জানুয়ারি) সকালে একই গ্রামের বান্দীঘাট নামক জায়গা থেকে হিজড়গাছের সাথে গলায় রশি দিয়ে মারা যান তিনি। ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবি, পারিপারিক কলহের জের ধরে অভিমান করে আত্মহত্যা করেছেন।

জানা যায়, নিহত হাসমত ধলাইরচর বিষ্ণুর মাছের ঘেরে নৈশ প্রহরী হিসেবে চাকরি করতেন। পাশাপাশি ধলাইরচর বাজারে তার মেজো ছেলে মাহবুব শেখের
মুদির দোকানে অবসরে সময় কাটাতেন। ভোরে দোকান খোলা কথা বাবা হাসমত ছেলেকে বলেন।এ নিয়ে বাবা ছেলের সাথে তর্ক বিতর্ক হয়। ছেলের সাথে এ অভিমান করে শুক্রবার দিবাগত রাতে ধলাইরচরের বান্দীঘাটে হিজড় গাছের ডালের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। সেখান থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার মরাদেহ উদ্ধার করেন ।

থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

কবীর হোসেন
মোবাইল: ০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ :১১ জানুযারি ২০২৫

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।