তাহিরপুরে পানিতে ডুবে ৭বছরের এক শিশুর মৃত্যু
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় পানিতে ডুবে দিবা আক্তার নামের ৭বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার উপজেলা সদর ইউনিয়নের ঠাকুর হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
সে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর হাটি গ্রামের মোফাজ্জল হোসেন এর মেয়ে। দিবা আক্তার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
তথ্যসুত্রে জানা যায়, বাড়ির পাশে বৌলাই নদীতে গোসল করছিল শিশু দিবা । গোসলের একপর্যায়ে সে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে নদীতে তলিয়ে থাকা অবস্থায় উদ্ধার করে, তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।