বৃহস্পতিবার (১১ জুন) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিকেলে চিরিরবন্দর উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে হত দরিদ্র মহিলাদের মাঝে ৩০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
নারী উন্নয়ন ফোরাম’র আঞ্চলিক (রংপুর-রাজশাহী) প্রধান ও উপজেলা নারী ফোরামের সভাপতি ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ সভায় অডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসান মাহামুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন সহ আরো উপস্থিত ছিলেন উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মাহাফুজুল ইসলাম আসাদ, অপরাজিতা প্রকল্পের উপজেলা সমন্বয়ক সহ হতদরিদ্র ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা বলেন, একটি সেলাই মিশিন দিয়ে একটি পরিবার চেষ্টা করলে চলতে পারে। আপনারা যারা সেলাই মিশিন পেয়েছেন কাজ করে স্বাবলম্বি হওয়া কোনো বেপার নয়। নারী উন্নয়ন ফোরাম সভাপতি লায়লা বানু বলেন, আমরা হত দরিদ্র অসহায় নারীদের অর্থনৈতীক স্বাবলম্বী করতে এই ধারা অব্যাহত রাখবো।