সালথায় জালিয়াতীর অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বুধবার রাতে ফরিদপুরের সালথায় জমির পরচা জালিয়াতি ও প্রতারনার অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, জমিজমা সংক্রান্ত একটি বিষয় জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে জাল পরচা তৈরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দাখিল করেন আটককৃতরা।
জালিয়াতি ও প্রতারনার বিষয়টি ধরা খাওয়ার পর বুধবার বিকালে উপজেলা ভূমি অফিস সহকারী রবিউল ইসলাম অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা করার পর রাতেই অভিযুক্ত ৬ জনকে আটক করা হয়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দীন বলেন, উপজেলা ভূমি অফিসের অভিযোগের ভিত্তিতে একটি প্রতারনার মামলায় ৬জনকে আটক করা হয়েছে। এই চক্রটি বিভিন্ন জায়গায় জমিজমা সংক্রান্ত জালিয়াতির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। বৃহস্পতিবার সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।