• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
বোয়ালমারীতে শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ কাজের উদ্বোধন

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শিল্পকলা একাডেমির নিজস্ব ভবনের জন্য দীর্ঘ ২৫ বছরের অধিক সময় স্থানীয় সংস্কৃতিমনা শিল্পীরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় শিল্পীদের দাবি ও স্বপ্ন পূরণ হতে চলেছে।

পৌরসদরের জেলা পরিষদ ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম সংলগ্ন স্থানে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির আহবায়ক ঝোটন চন্দের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী শিল্পকলা একাডেমির সদস্য সচিব, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল সিকদার, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহিনুর আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন পাল, কাজী হাসান ফিরোজ, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, সাংস্কৃতিককর্মী আমীর চারু বাবলু, সুমন খান, নৃত্যশিল্পী রতন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।