ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
446 বার দেখা হয়েছে
০
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” শ্লোগান নিয়ে ফরিদপুর জেলা কৃষকলীগের উদ্যোগে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের প্রন্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষকলীগ এর ব্যবস্থাপনায় এবং সুপ্রীম সীড কোম্পানি লিঃ এর সহযোগিতায় আজ ১১ নভেম্বর বুধবার বিকেল ৪.০০ টায় কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে প্রান্তিক এ কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রফিকুল ইসলাম সোহেল, জেলা পরিষদের সদস্য শেখ মোহাম্মদ আকতার হোসেন, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জুলফিকার আলী মোল্লা (মিনু) প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাইপুর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক আব্দুল খালেক মৃধা।অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাইপুর ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মোঃ আলমগীর গাজী। প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে বাংলাদেশ কৃষকলীগের তত্ত্বাবধানে ধান, শাক সবজীসহ বিভিন্ন ফসলের বীজ বিনামুল্যে বিতরণ করা হচ্ছে। করোনা মহামারির কারণে যে সকল কৃষক সমস্যায় রয়েছেন, বীজ ক্রয় করতে পারছেন না তাদেরকে বিনামুল্যে বিভিন্ন ফসলের বীজসহ অন্যান্য প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হচ্ছে। যাতে কৃষকেরা তাদের এ সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হন। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।