• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
দিনাজপুরের  গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নৌপরিবহন প্রতিমন্ত্রীর

শিমুল,দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর বিরল উপজেলায় আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট  । উদ্ধোধনী খেলায় ট্রাইব্রেকারে  বিরল শংকরপুর মিতালী সংঘ ৪-২ গোলের ব্যবধানে কাহারোল উপজেলার নশিপুর দশমাইল ফুটবল একাডেমিকে পরাজিত করে।

আজ বৃহস্পতিবার বিকালে বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিরল পৌরসভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুল মালেক।

খেলার শুরু থেকেই কাহারোল উপজেলার নশীপুর সংঘকে  চাপে রাখে মিতালী সংঘ বিরল। প্রথমার্ধে মিতালী সংঘের আক্রমন ভাগের খেলোয়াড়রা বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। নির্ধারীত সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হলে খেলা টাইবেকারে গড়ায়। টাইবেকারে মিতালী সংঘ ৪-২ গোলের ব্যবধানে নশিপুর দশমাইল ফুটবল একাডেমিকে পরাজিত করে।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধম্যে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ সূচনা, মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। মাঠে প্রতিদ্বন্ডিতাপুর্ন খেলা উপভোগ করতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ১৬টি  দল অংশ নিয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।