• ঢাকা
  • শনিবার, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং
চরভদ্রাসনে কুকুরের জলাতঙ্ক নির্মূলে অবহিতকরন সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সোমবার দুপুর ১২ টায় কুকুরের জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখা, আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার চারটি ইউনিয়নের জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের দেহে টিকা প্রদান (এমডিভি) কর্মসূচী বাস্তবায়ন করবেন। তাই স্বাস্থ্য অধিদপ্তরের উক্ত শাখা এমডিভি কর্মসূচীটি সুষ্ঠভাবে বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে এ অবহিতকরন সভার আয়োজন করেন।
এ অবহিতকরন সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী মোর্শেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাউছার। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. রুবায়েত উল হাসান, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মো. ইয়াকুব আলী, মো. জাহাঙ্গীর কবির, এমডিভি কর্মসূচীর সুপার ভাইজার মো. তৌকির আহমেদ, মো. সোহরাব কবির ও জনকল্যান চক্রবতী প্রমূখ।
জানা যায়, এ কর্মসূচীর আওতায় আগামী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী উপজেলায় ১৬টি টিম কাজ করবে। টিমগুলোর মধ্যে ৩২জন কুকুর ধরার দক্ষকর্মী রয়েছেন। উপজেলার প্রতি ইউনিয়নে ৮জন করে ৪টি ইউনিয়নে মোট ৩২জন দক্ষকর্মী এলাকা ঘুরে ঘুরে কুকুর ধরে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রয়োগ করা সহ গায়ে রং মাখিয়ে ছেড়ে দেবেন। এতে কুকুরের দেহে বিষক্রিয়া অনেকটা বিনষ্ট হবে এবং কুকুরের কামড়ে এলাকাবাসী খুব কম পরিমানে ক্ষতিগ্রস্থ হবে বলে জানা যায়।
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর।
১১/০৯/২০২৩

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।