বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সালথায় আ’লীগের প্রস্তুতি সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন,
সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম. উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু বকর সিদ্দিক, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল,
শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, সহ-সভাপতি মনির মোল্যা, সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল,
গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।