মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মাননীয় সংসদ উপনেতার কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবার লাবু চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলার রসুলপুর সংসদ উপনেতার বাসভবন হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আওয়ামীলীগের দুঃসময়ে সবসময় ছাত্রলীগ রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আগমাতে বিএনপি-জামাত দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে ছাত্রলীগকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সবসময় মরিয়া জামাত-বিএনপি। তাই ছাত্রলীগকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার মায়ের মতো আমি সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মো: শফি উদ্দিন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন রায়, সাধারন সম্পাদক সাহিন আলম, সহ-সভাপতি ফিরোজ খান রাজ, প্রিন্স মুশা, রনিজ খান মুন্না, সাংগঠনিক সম্পাদক নাজমুল মাতুব্বরসহ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।
১১ জুন ২০২২