• ঢাকা
  • শনিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা সামচুদ্দিন মিয়া ঝুনু।

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা
উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ফরিদপুর -১আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি,উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু।

মহাঅষ্টমী শুক্রবার (১১ অক্টোবর ২০২৪) বিকেলে উপজেলার ৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন বিএনপি নেতা সামচুদ্দিন মিয়া ঝুনু।

পূজা মন্ডপ পরিদর্শনকালে শারদীয় শুভেচ্ছা বিনিময়সহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন তিনি।

পরিদর্শনকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামচুদ্দিন মিয়া ঝুনু বলেন,হিন্দু, মুসলিম কোন ভেদাভেদ নেই, আমাদের পরিচয় আমরা মানুষ। আমরা একে অপরের ভাই, আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। কোন ষড়যন্ত্রকারী অপশক্তি এ বন্ধন ছিন্ন করতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালনে যাতে কোন অপশক্তি যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেজন্য দলের সকল নেতাকর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে।
হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয়ের কোন কারণ নেই। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যত বাংলাদেশ পূর্ণগঠন হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, সাবেক যুগ্ম-সম্পাদক আহমেদ শিকদার ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি এ্যাড. হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাবির হোসেন
০১৭১৬ ৪৫৫৮৩৬
১২ অক্টোবর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।