কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি
মোটর চুরি করতে গিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে রবিউল ইসলাম রবু (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উপজেলার সদর ইউনিয়নে জাটিগ্রাম পশ্চিম পাড়া মাদ্রাসার পশ্চিম পাশে ধান ক্ষেতের মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মৃত মোদাচ্ছের ফকিরের ছেলে।
শুক্রবার (১১ অক্টোবর ২০২৪ ) সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছেন।
এদিকে নিহত চোরের আরেক সহযোগী তোতা মিয়া (৩২)কে আহত অবস্থায় আলফাডাঙ্গা হাসপাতালে আনা হয়। তার অবস্থা মারাত্মক গুরুতর আহত বিধায় কর্তব্যরত ডাক্তার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহত তোতা মিয়া একই গ্রামের চুন্নু শেখের ছেলে।
জানা গেছে, ধানক্ষেতে দুইজনকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দেয় তারা । তাদের মধ্যে রবিউল ইসলাম রবুকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। উভয় ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পর্শের চিহ্ন দেখা গেছে। ফলে মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু আর অন্যজন আহত হয়েছেন বলে এলাকাবাসী ধারণা করেন।
থানার উপ পরিদর্শক ফরহাদ মোল্লা জানান,ধানক্ষেত থেকে একজনকে মৃত অবস্থায় ও অন্যজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে বিদ্যুৎস্পর্শে এ দুর্ঘটনার স্বীকার হয়েছেন তারা।
জবীর হোসেম
০১৭১৬৪৫৫৮৩৬
তাং ১১অক্টোবর ২০১৪