প্রবীন আ.লীগ নেতা হাবিবুর রহমান ফকিরের ১ম মৃত্যুবার্ষিকী
বিজয় পোদ্দার,ফরিদপুর :
ফরিদপুর জেলার ডিক্রির চর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা মোঃ হাবিবুর রহমান ফকির (৭০) এর প্রথম মৃত্যুবার্ষিকি আজ ১২ নভেম্বর। দিনটি পালনে ডিক্রির চর ইউনিয়ন আওয়ামীলীগ ও তার পরিবার মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মরহুমের পুত্র ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসান মিন্টু ফকির জানান, আমৃত্যু আমার পিতা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে কাজ করে গেছে। আমি ও আমার পরিবার সেই ধারা অব্যাহত রেখে কাজ করছি।