• ঢাকা
  • বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে ১১ ও স্বতন্ত্র ৭ প্রার্থীর জয়লাভ

নিরঞ্জন মিত্র(নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি :

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুর জেলায় নগরকান্দা ও সালথা দুইটি উপজেলার ১৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে দুইটি উপজেলায় নৌকা প্রতীক নিয়ে ১১ জন প্রার্থী জয়লাভ করেছেন এবং বাকি ৭ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে।

(১১ নভেম্বর) বৃস্পতিবার সকাল থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ইউনিয়নের কেন্দ্র গুলোতে সকাল ৮ টা থেকে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহন ভোট শেষ হয় বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে নগরকান্দা উপজেলা মোট ৯ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন। বাকি ৪ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।

অন্যদিকে সালথা উপজেলায় মোট ৮ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন ৬ জন বাকি ২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।

সালথা ও নগরকান্দা উপজেলার ১৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন সালথা উপজেলায় আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে শহিদুল হাসান খান সোহাগ (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত। ভাওয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা) প্রতীক। গট্টি ইউনিয়ন পরিষদে হাবিবুর রহমান লাবলু (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত।
মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ আফসার উদ্দিন মাতুব্বর (নৌকা) প্রতীক নিয়ে।
সোনাপুর ইউনিয়ন পরিষদের খায়রুজ্জামান বাবু মোল্লা (নৌকা) প্রতীক নিয়ে। বল্লভদি ইউনিয়ন পরিষদে নুরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়। বাকি দুইটি ইউনিয়নের
রামকান্তপুর ইউনিয়ন পরিষদে ইশারত হোসেন (স্বতন্ত্র) ও যদুনন্দী ইউনিয়ন পরিষদের মো. রফিক মোল্লা (স্বতন্ত্র) হিসেবে নির্বাচিত হয়।
অন্যদিকে নগরকান্দা উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান ফকির (নৌকা) প্রতীক।
কোদালিয়া শহীদনগর ইউনিয়নে খোন্দকার জাকির হোসেন নিলু (নৌকা) প্রতীক নিয়ে। কাইচাইল ইউনিয়নে মোস্তফা খান (নৌকা) প্রতীক নিয়ে। ডাঙ্গী ইউনিয়নে কাজী আবুল কালাম (নৌকা) প্রতীক নিয়ে ও ফুলসুতি ইউনিয়নে (নৌকা) প্রতীক নিয়ে আরিফ হোসেন।
অন্য ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত পুরাপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির (আনারস) প্রতীক নিয়ে। লস্করদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান বাবুল তালুকদার (চশমা) প্রতীক নিয়ে। তালমা ইউনিয়নে কামাল হোসেন মিয়া (মোটরসাইকেল) প্রতীক নিয়ে ও রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মন্ডল (আনারস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে।

উল্লেখ নির্বাচনে নগরকান্দা উপজেলার ৯ টি ইউনিয়ন এবং সালথা উপজেলায় ৮ টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিটি কেন্দ্রেই সকালে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। সকল কেন্দ্র গুলোতে বেলা যত বাড়তে থাকে নারী ভোটারদের উপস্থিতি আরো বাড়তে দেখা যাচ্ছিল। শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পূর্ন হয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।