মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -১২/১২/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মালিগ্রাম বাজারে পেঁয়াজের দানা অঙ্কুরিত না হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতরা হলো
হীরালদী গ্রামের শাকিল দাই, মনির দাই, হান্নান দাই, রনি, শাহীন, লাভলী।
জানা গেছে, সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের কাছ থেকে পাশ্ববর্তী হীরালদী গ্রামের একাধিক কৃষক পেঁয়াজের দানা সংগ্রহ করে জমিতে রোপন করে। উক্ত দানা থেকে পেঁয়াজ অঙ্কুরিত না হওয়ায় কৃষকেরা মোস্তফা মাতুব্বর কে বিষয়টি অবগত করে। সে সময় মোস্তফা মাতুব্বর ও তার লোকজন কৃষকদের উপর চড়াও হয়ে কথা কাটাকাটি করে। আজ বৃহস্পতিবার ভোরে ঐ বিষয়টিকে কেন্দ্র করে মোস্তফা মাতুব্বরের নেতৃত্বে অর্ধশতাধিক লোকজন হীরালদি গ্রামের কৃষকদের সহ মালিগ্ৰাম রেল ব্রিজের নিচের দোকানপাটে অতর্কিত হামলা চালায়। হিরালদি গ্ৰামবাসি কিছু বুঝে ওঠার আগেই হামলার শিকার হয়। এ সময় মহিলা দোকানদার লাভলী বেগমের দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা।
সংঘর্ষের পর এখনও পুলিশ ঘটনাস্থলে না পৌঁছানোতে এলাকা থমথমে ভাব বিরাজ করছে।