• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় মন্দির পাহারায় বিএনপি নেতাকর্মীরা

কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর রাজনৈতিক পট পরিবর্তনের জেরে লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় কাজ করছে রাজনৈতিক দল ও সচেতন মানুষ।

এ উপলক্ষ্যে শনিবার ও রোববার ফরিদপুরের
আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের নেতৃত্বে
বিভিন্ন স্থানে কমিটি গঠন করে মন্দির পাহারা দিয়েছে বিএনপি, ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় তারা বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে শৃঙ্খলা ফেরাতে আমাদেরই এগিয়ে আসতে হবে। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন,হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গত শনিবার একটি শক্তিশালী কমিটি করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ডে কমিটি গঠন করে কাজ করছি। আমরা চাচ্ছি দুষ্কৃতকারী কোনো পক্ষ যেন অরাজকতার সৃষ্টি না করতে পারে।

 

মন্দিরে পাহাড়ার বিষয়টি নিশ্চিত করে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম বলেন, দেশের চলমান পরিস্থিতিতে কোনো দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য উপজেলা বিএনপির নেতাকর্মীরা সজাগ দৃষ্টি রাখছে।

সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর যাতে না হয় এজন্য সচেতন মহল পক্ষ থেকে কঠোর ভূমিকা রয়েছে।

আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাস বলেন, আলফাডাঙ্গায় ছোট-বড় ৪৭টি মন্দির রয়েছে। এর মধ্যে স্থায়ী মন্দির রয়েছে ২০টি। ইতিমধ্যে আমরা দল গঠন করে মন্দির পাহারা দিচ্ছি। বিএনপি’র ও সচেতন মহলের ব্যক্তিরা তাদের সাহায্য করছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। উপজেলায় সব মন্দির অক্ষত রয়েছে।

সচেতন মহলের পক্ষ থেকে আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন,জাতীয় সম্পদ রক্ষা ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরসহ পৌর শহর নিরাপদ রাখতে স্থানীয় ভাবে কমিটি গঠন করে পাহারার ব্যবস্থা করেছি। এতে শতশত স্থানীয় জনতা স্বেচ্ছায় অংশ নিয়েছে। আমি নিজেই সেই কমিটিগুলোকে তদারকি করছি। আমরা আসা করছি দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্বে ফিরবে। দেশ স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ওসি মো. সেলিম রেজা বলেন, উপজেলার সব রাজনৈতিক প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলেছি। এ উপজেলার কোনো মন্দিদের ক্ষয়ক্ষতি হয়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াসমীন বলেন, বাংলাদেশ ধর্মীয় সংঘাতমুক্ত সৌহার্দপূর্ণ একটি দেশ।আলফাডাঙ্গা একটি শান্তিপূর্ণ উপজেলা। আশা করছি সুবিধাবাদী মহল কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের মন্দিরসহ তাদের জান-মাল রক্ষায় স্বার্থে উপজেলার বিভিন্ন স্থানে পাহারা ব্যবস্থা করা হয়েছে।

কবীর হোসেন
তারিখ ১২ আগস্ট ২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।