• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
নোয়াখালীতে কাদের মির্জা সহ ১৬৪জন নামে হত্যা মামলা করেছে নিহতের ভাই এমদাদ

ফাইল ছবি

মোঃ বেল্লাল হোসেন নাঈম,স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভায় সোমবারের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন নামে এক সিএনজিচালকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার ১১মার্চ রাত্রে নিহত যুবলীগ কর্মী আলা উদ্দিনের ভাই এমদাদ হোসেন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেছেন।

মামলায় বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়। এছাড়াও কাদের মির্জার ছোটভাই শাহাদাত হোসেন, ছেলে মির্জা মাশরুর কাদের তাসিকসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ৩০-৪০ জন এ মামলার আসামি।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি কাদের মির্জার নেতৃত্বে সব আসামি পূর্বপরিকল্পিতভাবে পিস্তল, শটগান, পাইপগান, রামদা, লোহার রড, ককটেলসহ বিভিন্ন অস্ত্রশস্ত সজ্জিত হয়ে ৫০-৬০টি ককটেল ফুটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিবাদ সভায় হামলা চালায়। ৪ নম্বর আসামি নাজিম উদ্দিন বাদল আলা উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি,মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।