মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ফরিদ খা ( ৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সালথা থানা পুলিশ। ফরিদ খাঁ বাউষখালী গ্রামের মৃত জহুর খার ছেলে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফরিদ খানকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্য মতে তার বসতঘর থেকে ৩শ গ্রাম গাঁজা ও ২৫ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় ফরিদ খার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে মঙ্গলবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
১২ জানুয়ারি ২০২০