বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বারের করোনা সামগ্রী বিতরণ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুর রহমান কর্তৃক করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আব্দুর রহমানের পক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমানের হাতে এসব করোনা সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা।
করোনা সামগ্রীর মধ্যে একটি বিশেষ সুবিধা সম্পন্ন অক্সিজেন কনসেনট্রেটর, উন্নতমানের পিপিই, সেফটি গগলস, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, উন্নতমানের এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোরশেদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ও ঘোষপুর ইউপি চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, সদস্য জাপান বোস, সাতৈর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, দাদপুর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী প্রমুখ।