• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
বকশীগঞ্জে বিধবার জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ

ছবি-প্রতিকী

জামালপুরের বকশীগঞ্জে এক বিধবার জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে নেওয়ার অভিযোগ উঠেছে। বালু উত্তোলনে বাধা দিতে গেলে ওই বিধবাকে মারপিট করার ঘটনাও ঘটেছে।

জানা গেছে, বগারচর ইউনিয়নের ধারার চর নয়াপাড়া গ্রামের মৃত তুফানো শেকের স্ত্রী মো. লাইজু বেগমের (৬০) সাথে পার্শ্ববতী ঘাসির পাড়া বাংগাল পাড়া গ্রামের আজমত আলী মন্ডল, জব্বর মন্ডল, আলমগীর হোসেন গংয়ের ১২ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে আজমত আলী গংরা বিভিন্ন সময়ে জমি দখলের উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করেন বিধবা লাইলী বেগমকে। জমিতে বাধা দিতে গেলে প্রাণ নাশের হুমকিও দেওয়া হয়। হুমকি দেওয়ার ঘটনায় গত ২৭ জানুয়ারি বকশীগঞ্জ থানায় আজমত আলী গংয়ের নাম একটি মামলাও করেছেন বিধবা লাইলী বেগম। ওই মামলা দায়েরের পর অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়।

সম্প্রতি ওই জমিতে জোরপূর্বক বালু উত্তোলন করে গর্ত তৈরি করে আজমত আলী মন্ডল, তারা মিয়া, মন্ডল মিয়া গংরা। বালু উত্তোলনে বাধা দিতে গেলে লাইলী বেগমকে বেধড়ক মারপিট করা হয়।

ওই জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান থাকলেও তারা তা মেনে বিভিন্ন উপায়ে জমি দখলের চেষ্টা করছে।

লাইজু বেগম এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।