• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
অনলাইন ক্লাস করতে চায় না ৭৭ শতাংশ শিক্ষার্থী

সুমন ভূইয়াঃ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে দেশের সব ধরনের ‘শিক্ষাপ্রতিষ্ঠান’ এমনটাই জানিয়ে দিয়েছে সরকার।ইতোমধ্যে ইউজিসি ও শিক্ষামন্ত্রাণলয় থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।এমন সিদ্ধান্তের ব্যাপারে কি ভাবছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা?এ নিয়ে ফেসবুকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্ভর গ্রুপগুলোতে জরিপ চালিয়েছে ‘ক্যাম্পাস থেকে বলছি’ এডমিন প্যানেল।

সারা দেশ কাঁপছে করোনায়।এর ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছেন প্রতিদিন শত শত মানুষ।যুক্ত হচ্ছে মৃত্যুর সংখ্যা।করোনা ক্রান্তিলগ্নে মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো যখন তাদের দৈনন্দিন খরচ সামলাতেই হিমশিম খাচ্ছেন সেখানে ইন্টারনেটের খরচ বহন করা তাদের উপরে বাড়তি আর্থিক চাপ তৈরি করা ছাড়া কিছু নয়।৭৫ শতাংশ কৃষি নির্ভর কৃষক ফসলের মূল্য পাচ্ছে না।অপ্রাতিষ্ঠানিক শ্রমজীবী মানুষের আয় বন্ধ।এদের পরিবারের সন্তানেরাই তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছে।
চলমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ার পর থেকে বেশির ভাগ শিক্ষার্থীই তাঁদের বাসায় অবস্থান করছেন।নিজ এলাকায় ওয়াইফাই তো দূরে থাক,অনেক ক্ষেত্রে ভালোভাবে নেটওয়ার্কও পায় না।এ ধরনের দুর্বল ইন্টারনেট সেবার মাধ্যমে অনলাইনে ক্লাস করা কীভাবে সম্ভব!
এমতাবস্থায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস না করার পক্ষে ৭৭ শতাংশ শিক্ষার্থী মতামত দিয়েছেন।
এমনটাই ফেসবুক জরিপে উঠে এসেছে বলে জানিয়েছেন এডমিন প্যালেনের সদস্য আরজু চৌধুরী।
তিনি আরও বলেন,অনলাইন জরিপে ৫৪৪ জন অংশগ্রহনকারীদের মধ্যে অনলাইন ক্লাস না করার পক্ষে ভোট দেন ৪১৭ জন(৭৭%),বিপক্ষে ভোট দেন ৮৯ জন(১৭%) এবং অন্যান্য মতামত প্রদান করেন ৩৮ জন(৬%) শিক্ষার্থী।
তিনি আরও জানান, অর্থনীতি ও প্রযুক্তিগত বিবেচনা করলে বাংলাদেশ এখনো অনলাইন ক্লাস নেয়ার পুরোপুরি সক্ষমতা অর্জন করেনি এবং সব শিক্ষার্থী অংশগ্রহণে অনলাইনে ক্লাস করাও অসম্ভব।বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস একটি বাড়তি চাপ হিসেবেও দেখছে শিক্ষার্থীরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।