এমপিএল ক্রিকেট টুর্ণামেন্ট ২য় ম্যাচে জয়ী গাড়াখোলা একাদশ
নিজস্ব প্রতিনিধি :-মধুখালী প্রিমিয়ার লীগ (এমপিএল) টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট ২য় ম্যাচে জয়ী গাড়াখোলা একাদশ।
দীঘলীয়া একাদশের দেয়া ৯০ রানের টার্গেট ৬ ওভার হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় গাড়াখোলা একাদশ।
ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন রিপন। দুই দলের আংশিক স্কোর কার্ড দেওয়া হলো।