কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালী করণ প্রকল্পের আওতায় “আধুনিক কৃষি প্রযুক্তি” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালকের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কৃষি তথ্য সার্ভিস, খুলনা আঞ্চিলিক কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেন কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী।
এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী, কৃষি তথ্য সার্ভিসের মনিটরিং অফিসার তাপস সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস, আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।
প্রশিক্ষণে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।