সালথায় ছাত্রফ্রন্ট নেতা বিনুর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বেনজামিন হায়দার বিনুর চেহলাম উপলক্ষে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরের কাউলীকান্দা গ্রামে মরহুমের নিজ বাড়িতে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েলসহ হাজারো মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ-মাহফিল ও দোয়া পরিচলনা করেন মাওলানা এনায়েত হোসেন ও মাওলানা আবুল বাসার।
গত রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিনু মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তিনি কাউলিকান্দা গ্রামের আব্দুল মান্নান মাষ্টারের একমাত্র ছেলে।