নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, (১২ জুন) রবিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব)
মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়ার আারিফ, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাশ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।
সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী প্রতিনিধিগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।