আলহাজ্ব আব্দুল করিম স্মৃতি ফাইনালে
মুজিব বর্ষ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে আলহাজ্ব আব্দুল করিম স্মৃতি সংঘ।
বৃহস্পতিবার শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথম সেমিফাইনালে তারা চরকমলাপুর ক্রির্ড়া কল্যাণ সংস্থা (সিকেএস) কে ৫৯ রানে পরাজিত করে ফাইনাল ওঠে।
বিজয়ী দলের পক্ষে ব্যাট করেন বাংলাদেশ দলের ওপেনার নাঈম শেখ। তিনি ১০৮ বলে ১২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
প্রথমে ব্যাট করতে নেমে আলহাজ্ব আব্দুল করিম স্মৃতি ৪১,২ ওভারে ২৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাইম ১২৮,উত্তম ৩০,ও শিবলী ৩০ রান করেন। সি কে এস এর পক্ষে সাকিব ৩,এবং আবীরও মঞ্জু ২ টা করে উইকেট নেন।
জবাবে সি কে এস ৪৪,৩ ওভারে ১৯৫ রানে অলআউট হয়। এ দলের পক্ষে আবু তালেব ৬০,আবির ৫৩ নিক্কন ২৪ রান করে।
আলহাজ্ব করিম মিয়া স্মৃতির পক্ষে জীবন ৩ টা এবং মেহেদী, নিলয় ও উত্তম দুটি করে উইকেট নেন।
প্রতিযোগীতার দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল পুবালি সংস্থা খেলবে নবাগত শফিউজ্জামান স্মৃতির বিপক্ষে।
আম্পায়ার জরুল ইসলাম জিন্না,দীপন ঘোষ। স্কোরার মামুন হোসেন।