পঙ্কজ স্মৃতি ফুটবল টুনামেন্টে ইডেন ক্লাব চ্যাম্পিয়ন
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
339 বার দেখা হয়েছে
০
ফরিদপুর শহরের চৌধুরী বাড়ি মাঠে অনুষ্ঠিত জাগো বয়েজ ক্লাব এর উদ্যোগে পঙ্কজ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ইডেন ক্লাব। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে সিটি ক্লাব। শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে স্থানীয় দর্শক ছাড়াও অনেক মহিলা দর্শক এ ফাইনাল খেলা উপভোগ করেন। খেলায় বিজয়ী দল ইডেন ক্লাব ক্লাব ট্রাইবেকারে ২-০ সিটি ক্লাব কে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হন জিতু, সর্বোচ্চ কলকাতা নির্বাচিত হন গোপাল, সেরা খেলোয়াড় নির্বাচিত হন শংকর। এবং ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ফাহিম। স্থানীয় আটটি দলকে নিয়ে লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট গত মাস থেকে শুরু হয়।