• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বোয়ালমারীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার ও মাছ বাজার স্হানান্তরের দাবি

বোয়ালমারীতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার ও মাছ বাজার স্হানান্তরের দাবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ  ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পৌর সদর বাজারসহ বিভিন্ন হাট বাজারে সামাজিক দূরত্ব না মেনে চলছে কেনা বেচা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে স্হানীয় প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বললেও সাধারণ মানুষের মধ্যে পালনে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা গেছে। উপজেলার সাতৈর বাজার, ময়েনদিয়া বাজার, সহস্রাইল বাজার, রূপাপাত বাজার ভীমপুর বাজার, কাদিরদী বাজার, ভাটদি বাজার, চিতার বাজারসহ বিভিন্ন সাপ্তাহিক হাটে প্রচুর লোকের সমাগম দেখা যায়। স্হানীয় প্রশাসন মাইকিং করে সাপ্তাহিক হাট বন্ধ রাখার অনুরোধ করলেও সাধারণ জনগণ এসব তেমন একটা তোয়াক্কা করছেনা। স্হানীয় সচেতন মহল সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচার জন্য ওইসব এলাকার খেলার মাঠসহ খোলা মাঠে মাছ বাজার, কঁাচা বাজার স্হানান্তর করার দাবি জানিয়েছে।

এ ব্যাপারে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক মো. নুরইসলাম বলেন, মাহামারি এই করোনা ভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলার বড় বড় বাজারের কাঁচা বাজার ও মাছ বাজারকে খেলার মাঠে বা খোলা মাঠে স্হানান্তর করা উচিত। এ বিষয়ে ব্যবস্হা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ইউএনও ঝোটন চন্দ জানান, উপজেলা প্রশাসন, বিভিন্ন বাজারের বনিক সমিতি ও স্হানীয় জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে এসব সিন্ধান্ত নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।