• ঢাকা
  • শুক্রবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
রাজশাহীতে ট্রেন থামিয়ে বাচ্চা প্রসবে সহযোগিতা করায় সংবর্ধণা পেলেন মোহাম্মদ আলী

রাজশাহীতে ট্রেন থামিয়ে এক গর্ভবতীকে বাচ্চা প্রসবে সহযোগিতা করায় ফুলেল সংবর্ধণা পেলেন ঐ ট্রেনের দ্বায়িত্বরত এ্যাটেনডেন্ট মোহাম্মদ আলী।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসে গভীর রাতে এক অন্তঃসত্ত্বা নারীর প্রসব বেদনা শুরু হয়। এরপর ট্রেন থামিয়ে তাকে হাসপাতালে পাঠিয়েছেন ওই ট্রেনের দায়িত্বশীলরা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯ কর্তৃপক্ষ। কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন না ধরলেও ওই নারীর প্রসব বেদনা ওঠার পর দ্রুত তাকে হাসপাতালে পাঠানোর জন্য জাতীয় জরুরি সেবার নির্দেশে সেটি থামানো হয়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পাঠানো অ্যাম্বুলেন্সে করে রাত ২টার দিকে ওই নারীকে নাটোর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় জরুরি সেবা থেকে গণমাধ্যমকে বলা হয়, রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরি সেবা’ ৯৯৯ নম্বরে একটি ফোন আসে। কলার নিজেকে কুড়িগ্রাম এক্সপ্রেসের অ্যাটেনডেন্ট মোহাম্মদ আলী (৩১) বলে পরিচয় দেন। তিনি জানান, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে রাতে ছেড়ে এসেছে, কুড়িগ্রাম যাচ্ছে। তার ট্রেনে একজন নারী যাত্রী প্রসব বেদনায় কাতরাচ্ছেন এবং তার রক্তপাত হচ্ছে। তিনি ইতোমধ্যে ট্রেনে কোনও ডাক্তার যাত্রী আছেন কিনা খোঁজ নিয়েছেন। কিন্তু ট্রেনে কোনও ডাক্তার যাত্রী ছিল না। ট্রেনটি বর্তমানে পাবনা বাইপাস অতিক্রম করছে। ট্রেনটির পরবর্তী স্টেশন বগুড়ার শান্তাহার পৌঁছাতে আরও দুই-আড়াই ঘণ্টা সময় লাগবে। কিন্তু সেই পর্যন্ত ওই নারীকে এভাবে নেওয়া যাবে না। তাহলে যেকোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। কিন্তু ধারে কাছে কোনও হাসপাতাল নেই। তিনি জাতীয় জরুরি সেবার কাছে সহযোগিতা চান।

উপরোক্ত ঘটনার ধারাবাহিকতায় ১২ জুলাই রবিবার সকাল ১১.০০ টায় এ্যাটেনডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে রাজশাহী রেলওয়ে ষ্টেশনের প্রথম শ্রেণীর বিশ্রামাগারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ওয়ালী খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও রাজশাহী রেলওয়ে ওপেন লাইনের সাধারণ সম্পাদক আক্তার আলী তিনি বলেন, এই মোহাম্মদ আলীর মত যদি সবাই নিষ্ঠা ও দ্বায়িত্ব নিয়ে কাজ করে তাহলে এই রেল খুব তাড়াতাড়ি দেশের উন্নয়ন তালিকায় শীর্ষে বাংলাদেশ রেলওয়ের নাম আসবে। এছাড়াও তিনি দেশের এই দূর্যোগ  মুহুর্তে যারা রেলের দ্বায়িত্ব নিয়ে কাজ করছে এবং করোনা আক্রান্ত হয়েছে তাদেরে জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের রাজশাহী জোনের ওপেন লাইনের সভাপতি জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ এ্যাটেনডেন্ট কাউন্সিল রাজশাহী জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল মৃধা, সাধারণ সম্পাদক মোঃ মামুন মিঞা, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের রাজশাহী জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য সাকিবুল হাসান আজিম, এ্যাটেনডেন্ট কাউন্সিলের অর্থ সম্পাদক শেখ ইসলামসহ রাজশাহী রেলের অন্যানা  নেতা কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।