মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা -১২/১০/২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত একটি নর্দমাযুক্ত পুকুর থেকে জিল্লুর রহমান(৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা। বৃহস্পতিবার বেলা দুইটার সময় ভাঙ্গা বাজারের ঈদঁগাহ মাদ্রাসার সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় । নিহত জিল্লুর রহমান ভাঙ্গা উপজেলার পৌরসভার হোগলাডাঙ্গী গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুর রশিদ মাতুব্বরের পুত্র ।
প্রত্যক্ষদর্শী আবু মিয়া জানায়, জিল্লুর রহমান ঈদঁগাহ মাদ্রাসা মসজিদে যোহরের নামাজ পড়ে মসজিদের সামনেই তার নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে ঈদগাহ মাদ্রাসার পরিত্যক্ত নর্দমাযুক্ত পুকুর পাড়ে পৌঁছলে অসাবধানতায় পুকুরে পড়ে ডুবে যায়। তখন দুটি মহিলা চিৎকার দিলে লোকজন জড়ো করে খুঁজতে থাকি। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দেই।
এ ব্যাপারে ভাঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা আবু জাফর জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই । পচা নর্দমার মধ্যে ০৫ মিনিট তল্লাশির পরে মোঃ জিল্লুর রহমানকে উদ্ধার করি। পরে ফায়ার সার্ভিসের গাড়িতে করে হাসপাতালে প্রেরন করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । ভিকটিমের লাশ তার পিতার কাছে লাশ হস্তান্তর করি।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি পুলিশ পাঠিয়েছি। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।