• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে প্রতি সপ্তাহেই বাড়ছে তরি তরকারির দাম

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে প্রতি সপ্তাহে বাড়ছে তরিতরকারির দাম। আর এসব পণ্য কিনতে গিয়ে ক্রেতাকে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে ।
আজ সকালে সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচা মরিচের। গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছিল ১৯০- থেকে ১৯৫ টাকায়। আজকে তা বিক্রি হচ্ছে ২৬৫ থেকে ২৭০ টাকায়।
অন্যান্য সবজির মধ্যে শসা, উস্তে পটল ,ধনেপাতা, পেঁয়াজ ,রসুনসহ প্রত্যেকটা জিনিসের দাম বেশি।
তবে আশ্চর্যজনক ভাবে কমে গেছে লেবুর দাম । মাত্র ২০ টাকাতে ২৪ পিস লেবু বিক্রি হচ্ছে বাজারে। এ ব্যাপারে আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন মন্ডল জানান প্রতিবছর এই সময় এই ধরনের ক্রাইসিস সৃষ্টি হয়। একদিকে উৎপাদন কমে যায় অন্যদিকে শীতকালীন শাকসবজি বাজারে না আসার কারণে এই সংকট সৃষ্টি হয়। এরপর যখন বাজারে পর্যাপ্ত জিনিসপত্র বাজারে আসবে তখন এই সমস্যা মিটবে। এমনটাই দাবি করেন তিনি।
এদিকে এই সমস্ত মালামাল কিনতে গিয়ে প্রতিনিয়তই ক্রেতা ও বিক্রেতার মধ্যে বাক বিতোন্ডা সৃষ্টি হচ্ছে। যে কারণে সকালে এবং বিকেলের দামের মধ্যে অনেক ফারাক লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু মিলে দ্রব্যমূলের এই ধরনের উর্ধ্বগতির লাগাম টেনে না ধরতে পারলে সাধারণ জনগণের মারাত্মক সমস্যায় পড়তে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।