• ঢাকা
  • সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
তাহিরপুরে ভবঘুরেদের তিনবেলা খাদ্য দিচ্ছেন  সুধাংশু মেম্বার 

তাহিরপুরে ভবঘুরেদের তিনবেলা খাদ্য দিচ্ছেন  সুধাংশু মেম্বার 

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি:
মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে।করোনা ভাইরাসকে কেন্দ্র করে যখন সাধারণ অসহায় ও হতদরিদ্র মানুষের খাদ্য কষ্ট দেখে বাংলাদেশ সরকার তাৎক্ষনিক ভাবে জরুরি ভিত্তিতে ত্রাণের ব্যবস্থা করলেন।শুধু ত্রাণের ব্যাবস্থা হয়নি ছিহ্নমূল,অসহায় ও ভবঘুরে মানুষ গুলোর জন্যে। করোনা প্রতিরোধে দেশের প্রতিটি বাজার মহল্লা,উপজেলা, জেলা, বিভাগীয় শহর ও রাজধানীতে সরকার জনসমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। ভবঘুরে মানুষেরা এই জনসমাগম থেকে তাদের প্রাত্যহিক আহার্যটুকু দান অথবা পরিত্যক্ত হিসবে কুড়িয়ে নিয়ে নিজের পেটের আগুন নিভায়।ইট-পাথরের শহরে লাল নীল বাতি গুলি আগের মতই জ্বলতে থাকলেও শুধু খুজে পাওয়া যায়না অসহায় পরিবারহারা এই ভবঘুরে মানুষের খাদ্য সংস্থান।অসহায় এই মানুষগুলির অসহায়ত্বের কথা চিন্তা করে নিজেই উপজেলা ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের পথে পথে ঘুরে খুজে নিচ্ছেন ভবঘুরে পাগল মানুষ গুলোকে।খাদ্য তুলে দিচ্ছেন তাদের হাতে।সেই সাথে ঘোষণা দিয়েছেন যত দিন হাট বাজারের হোটেল রেস্টুরেন্টগুলো না খুলা হবে তত দিন এই এসব অসহায় মানুষের খাদ্য সংস্থান দিয়ে যাবেন।আর সেই মানবিক ব্যাক্তিটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য সুধাংশু দাস।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বাজারের সব হোটেল রেস্টুরেন্টগুলো বন্ধ থাকায় সবচেয়ে বেশী খাদ্য সংকটে পড়েছে বাজারের পরিবারহারা ভবঘুরে পাগল মানুষগুলো। রবিবার সকাল থেকে ভবঘুরে পাগল মানুষগুলোর তিন বেলা আহারের দায়িত্ব কাধে তুলে নিয়েছেন তিনি। রবিবার দুপুরের বিস্কুট এর প্যাকেট ও পানীয়জল তিনি নিজ হাতে ভবঘুরে পাগলদের হাতে তুলে দেন। যতদিন পর্যন্ত এভাবে বাজারের হোটেল রেস্তোরা বন্ধ থাকবে ততদিন তিনি তাদের তিনবেলা খাদ্যসংস্থান করে যাবেন বলে জানিয়েছেন।
১নং উত্তর শ্রীপুর ইউনিয়নে ৪নং ওয়ার্ড মেম্বার সুধাংশু দাস বলেন-যতদিন পর্যন্ত বাজারের হোটেল রেস্তোরা বন্ধ থাকবে ততদিন পর্যন্ত অসহায়, বাস্তুহারা, ভবঘুরে ও স্মৃতি ভ্রষ্ট প্রকৃতির মানুষদের তিনবেলা খাবারের ব্যবস্থা করবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।