বকশীগঞ্জে করোনা সচেতনতায় ইউনিসেফের মাইকিং অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে এবং স্হানীয়দের মধ্যে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাইকিং অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ বাংলাদেশের অথার্য়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বকশীগঞ্জ পৌর শহর সহ বিভিন্ন এলাকায় করোনা মহামারীতে করণীয়-বর্জনীয় সহ নানা ধরণের সচেতনতামূলক তথ্যের ভিত্তিতে মাইকিং করা হচ্ছে।
উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আ.স.ম জামশেদ খোন্দকার জানান, কোভিড-১৯ নিয়ে মানুষকে সচেতন করা, স্বাস্হ্য বিধি জানানো এবং সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়ে প্রতিটি এলাকায় মাইকিং করা হচ্ছে।
এ ছাড়াও করোনা নিয়ে সরকারি নির্দেশনা সম্পর্কেও সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জানানো হচ্ছে।