সদরপুরে বঙ্গবন্ধুর সম্মান অম্লান রাখতে সরকারি কর্মচারীদের সভা
ফরিদপুরের সদরপুরে জাতির পিতার সম্মান,রাখবো মোরা অম্লান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ দরবার হল সভাকক্ষে ইউএনও পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীদের অংশগ্রহন করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.কাকলী মুখোপাধ্যায়,সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সজল চন্দ্র শীল, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মাদ ওমর ফয়সালসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন।