ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন ।
আজ দুপুর ১:৩০ মিনিটে ফরিদপুর সদরের পিয়ারপুর বাজারে রয়েল পরিবহন ও মামুন পরিবহণের দুইটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে (যার নাম্বার খুলনা মেট্রো- ব ১১-০২০৫ এবং ঢাকা মেট্রো-ব ১৫-৫৪০৩) ১৫ যাত্রী আহত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
আহতরা হলেন সোহেল (৩৮),শ্রীপুর,গাজীপুর, সালাউদ্দিন (৪২),কুষ্টিয়া,বাবুল মোল্যা (৪৩),হোসেন আলী(৭০),আয়ুব আলী(৬০),পরশমনি(৭০),আক্কাস আলী,মঙ্গল কাজী,সিয়াম(২১),রিপন,ফজলু,আইজল, হাচিনা,জিসান।
এ ঘটনায় দুই গাড়ির দুজন চালক ০২ জন পলাতক রয়েছে এবং বাস দুটি করিমপুর হাইওয়ে থানায় নেয়া হয়েছে।