• ঢাকা
  • বুধবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং
দিনাজপুর পৌরসভার মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন

শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর পৌরসভার মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় পৌর প্রাঙ্গণ হতে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দিনাজপুর পৌরসভার উদ্যোগে উক্ত মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল। এসময় পৌর পরিষদের প্যানেল মেয়র-২ মাসুদুল ইসলাম মাসুদ, কাউন্সিলর সানোয়ার হোসেন সরকার, মামুন আল রশিদ, মতিবুর রহমান বিপ্লব, জাহাঙ্গীর আলম, আব্দুল হানিফ দিলন, মো. আব্দুল্লাহ, কাজী আশরাফুজ্জামান বাবুসহ মহিলা কাউন্সিলর মাকসুদা পারভীন মিনা, হাসিনা বেগম প্রমুখ।

উদ্বোধন শেষে পৌর প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলাল জানান, মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী। দীর্ঘদিন এই মশক নিধন অভিযান না থাকায় আর ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় মশার বিস্তার বেড়েই চলেছে। আজ এই মশক নিধন কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে পৌরসভার ১২টি ওয়ার্ডে অভিযান অব্যাহত থাকবে। পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই কার্যক্রমে আপনারা কাউন্সিলরসহ কর্মীদের সহযোগিতা করবেন।
প্রসঙ্গত, চারটি ফগার মেশিন আর একাধিক স্প্রে মেশিনের মাধ্যমে দিনাজপুর পৌরসভা এই মশক নিধন কার্যক্রম অভিযান শুরু হলো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।