• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে মসলা ফসলের প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে গবেষণা-সম্প্রসারণ কৃষক সন্নিবন্ধ কর্মশালা অনুষ্ঠিত

কে এম রুবেল, ফরিদপুর

ফরিদপুরে মসলা ফসলের প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে গবেষণা-সম্প্রসারণ কৃষক সন্নিবন্ধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরতলীর ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্ত্য রাখেন, কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর মসলা গবেষনা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, মো, আফজাল হোসেন, ড. শৈলেন্দ্র নাথ মজুমদার, ড. মো. মাসুদুল হক মন্টু, ড. আশিকুল ইসলাম নিরু, মুশফিকুর রহমান, ড. মো. মাসুদুল আলম, ড. কে এম খালেকুজ্জামান প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় ফরিদপুর অঞ্চলের সকল কৃষি কমৃকর্তা, সকল গবেষনা প্রতিষ্ঠানের কৃষি বিজ্ঞানী, বিভিন্ন এনজিও কর্ম, মসলা চাষীসহ বেসরকারী কৃষি সম্পর্কিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আব্দুর রৌফ বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আর সেজন্যই সরকার কৃষকদের পাশে থেকে কাজ করেযাচ্ছে। কৃষক যাতে তাদের উৎপাদিত কৃষি পন্যের সঠিক মূল্য পায় সেদিকে খেয়াল রাখছে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। কৃষক যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প খরচে অধিক লাভবান হতে পারে। সে ক্ষেতে কৃষি যন্ত্র ক্রয়ে সরকার বিশাল প্রণোদনা দিচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।