বোয়ালমারী ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য ফরিদপুর- ১, আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ১১,১২ ও ১৩ আগস্ট ২০২৩ ফরিদপুর জেলার বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে
১৯৭৫ সালের ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাজী সিরাজ বলেন জননেত্রী বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার জন্যই ১৫ই আগস্টের খুনিদের বিচার হয়েছে বাংলার মাটিতে, এ সময় তিনি আরও বলেন বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত যেসকল খুনি এখনো বিদেশে পলাতক রয়েছে তাদের অবিলম্বে দেশে এনে ফাঁসি রায় দ্রুত কার্যকর করতে হবে।
এছাড়া তিনি বিভিন্ন শ্রেনি পেশার মানুষের কাছে আওয়ামী সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন ও তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা বলেন। কাজী সিরাজ বলেন জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম ও বলিষ্ঠ নেতৃত্বে আজকে বাংলাদেশ উন্নয়নে রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আসাদুল করিম, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, জেলা কৃষক লীগ নেতা হাসমত আলী, মো: আফসার উদ্দিন ময়না ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।