• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
আর কতো বয়স হলে ভাতা পামু ?

মোঃ আলমগীর কবির(আলফাডাঙ্গা)ফরিদপুর প্রতিনিধিঃ

বার্ধক্যজনিত কারণে নানা রোগ-শোকে দীর্ঘদিন ধরে ভুগছেন ৭০ বছরের বৃদ্ধা ছায়েরা বেগম ও তার স্বামী। চিকিৎসাতো দূরের কথা, তিন বেলা খাবার জোটানোই তার জন্য কষ্টকর। এমন অবস্থায় একটু ভালো থাকার আশায় বয়স্ক ভাতার কার্ডের জন্য ধরণা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। আশ্বাস মিললেও জোটেনি কোনো কার্ড।

ফরিদপুরের আলফাডাঙ্গার চরডাঙ্গা গ্রামে ছায়েরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, ‘আমার ও অসুস্থ স্বামীর চিকিৎসার টাকাও জোগাড় করতে পারি না। কখনো খেয়ে থাকতে হয়, কখনো না খেয়েও থাকতে হয়। আজকাল কেউ আমাগো খবরও নেয় না। আমাগো কি বাঁচার অধিকার নেই। বাহে, আর কত বয়স হলে ভাতা পামু (পাবো)?’

তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ বলে কোন চেয়ারম্যান মেম্বাররা আমাগে খবর রাহে না। শুনি, সরকার আমাগো মতো গরিব মানুষগে কত কিছু দেচ্ছে। কিন্তু আমরা তো সরকারি কোন সাহায্য সহযোগিতাই পাই না।’

এ বিষয়ে কথা বলতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন, ‘এসব ভাতার তালিকা স্থানীয় জনপ্রতিনিধিরা করে থাকেন। অনেক সময় কেউ কেউ বাদ পড়ে যান। এই বৃদ্ধার সম্পর্কে আমাদের কিছু জানা নেই। আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমরা আপাতত কিছু শুকনা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। পরবর্তীতে তাকে ভাতার আওতায় আনা হবে।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।