ফরিদপুরে খাদ্য বান্ধব কর্মসূচির জব্দকৃত চাল এতিমখানায় বিতরণ
ফরিদপুর সদর উপজেলা কর্তৃক খাদ্য বান্ধব কর্মসূচির জব্দকৃত চাল বিভিন্ন মাদ্রাসায় বিতরন করা হয়েছে।
আজ দুপুরে সদর উপজেলার ৫ টি এতিমখানার প্রতিনিধির হাতে ১০০ কেজি করে চাল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
গেরদা ইউনিয়নের নিখুরদী কবরস্থান এতিমখানা, আলিয়বাদ ইউনিয়নের গদাধারডাঙ্গী ইসলামিক মিশন এতিমখানা, কৈজুরী ইউনিয়ের ভাটপাড়া মাদরাসা ও এতিমখানা ও কবিরপুর পশ্চিমপাড়া মাদ্রাসা ও এতিমখানা এবং পশ্চিম আলীপুর সুমামা বিন আদী (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় জব্দকৃত এ চাল বিতরণ করা হয়েছে।
মাসুম রেজা জানান, গত কয়েকদিন পুর্বে খাদ্য বান্ধব কর্মসূচির বেশ কিছু চাল মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয় যা আজ উপজেলার ৫ টি এতিমখানায় প্রদান করা হলো। জেলা প্রশাসক অতুল সরকার স্যারের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত এই চাল এতিমখানায় বিতরণ করা হয়েছে।