মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্রি গ্রামের শাহ মোহাম্মদ মদন হাজীর বাড়িতে ভাতিজার জায়গা জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে।
১২ মার্চ শুক্রবার সকালে ভাতিজা শাহ মোহাম্মদ পলাশ মিয়ার পথে বাউন্ডারি ওয়াল নির্মান করে চাচা শাহ মোহাম্মদ শাখাওয়াত,শাহ মোহাম্মদ ফোকরুজ,শাহ মোহাম্মদ অাফরোজ। খালিশপট্রি মৌজার ১৭৫২ দাগে বাড়ির জমির মালিক শাহ মোহাম্মদ পলাশ পক্ষ শাহ মোহাম্মদ সিরাজ মিয়া।
শাহ মোহাম্মদ পলাশ মিয়ার চলাচলের পথে বাউন্ডারি ওয়াল নির্মাণ করায় তার চলাচলের পথ বন্ধ হয়ে যায়।নির্মাণ কাজ বন্ধ রাখতে বল্লে চাচার ভাড়াটিয়া লোকজন দিয়ে শাহ মোহাম্মদ পলাশ মিয়ার লোকজনের উপর মারপিট করে। এঘটনায় শাহ মোহাম্মদ পলাশ মিয়ার পক্ষের ৩ জন অাহত হন।শাহ মোহাম্মদ পলাশ মিয়া বলেন পৈত্রিক বাড়ির জায়গা অাগেই ভাগ বন্টন করে নেওয়া হলেও অামাদের রের্কডকৃত বাড়ির জমি জবর দখল নেওয়ার পায়তারা করছে শাখাওয়াত গংরা অাজ সকালে ইট দিয়ে পাকা ওয়াল নির্মাণ করে পথ বন্ধ করে দিয়েছে কাজ বন্ধ করতে বল্লে শাখাওয়াত গংরা অামার লোকজন কে মারপিট করে।
এ ব্যপারে শাহ মোহাম্মদ শাখাওয়াত মিয়া বলেন শালিস পক্ষ সিদ্ধান্ত দিয়েছে তাই ওয়াল নির্মান করছি কাগজপত্র দেখতে চাইলে কোন কাগজপত্র দেখাতে পারেনি।তবে এবিষয় নিয়ে মামলা করবেন বলে শাহ মোহাম্মদ পলাশ মিয়া জানান।