ফরিদপুরে আতিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
ফরিদপুর শহরের অম্বিকাপুরে কবি জসিম উদ্দিন মাঠ প্রাঙ্গনে আজ ১২ আগষ্ট বুধবার থেকে আতিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় ২৬ টি দলকে নিয়ে লীগ পদ্ধতিতে এ টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টের আয়োজক খেয়াঘাট যুব সংঘ।
আজ দিনের একমাত্র ম্যাচে রাফিউল ট্রেডার্স টাইব্রেকারে শহিদুল স্মৃতি সংঘকে পরাস্ত করেন । মেসের নির্ধারিত সময় গোলশূন্য ড্র ছিল। প্রতিযোগিতায় কালকে দুটো খেলা অনুষ্ঠিত হবে। স্থানীয় বাসিন্দা রাকিব, শুভ সাজিদ, ও রনিফ এ টুর্নামেন্ট আয়োজন।