কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক দফা পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
এরপর আন্দোলনকারীরা অভিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির ১৪টি শর্ত উল্লেখ করে আবাসিক মেডিকেল অফিসার তানজিয়া জাহান জিনিয়ার মাধ্যমে ফরিদপুর সিভিল সার্জন বরাবর স্মারক লিপি দেন। পরে স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীরা এক দফা, এক দাবি মুহুমুহু স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে ডা. নাজমুল হাসানের পদত্যাগের দাবি জানান। পদত্যাগ না করলে আরো কঠিন আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, ডা. নাজমুল হাসান স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ম্যানেজ করে নিজ জেলাতেই বিগত ৮ বছর ধরে একই কর্মস্থলে চাকরি করছেন। গত ২০১৫ সালে তার স্ত্রী ডা. শাহতাজ আলমকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেন। কিন্তু তার স্ত্রী নিয়োগের পর দুই বছরে একদিনও অফিসে না এসেই নিয়মিত বেতন ভাতা গ্রহণ করেন। প্রতিদিন ১০-১২ জন রোগীকে অতিরিক্ত ভর্তি দেখিয়ে তাদের অনুকূলে সরকারি বরাদ্দের সকল টাকা হাতিয়ে নেয়। তিনি ভূয়া বিল ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন। এছাড়াও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন তারা।
রিয়া খানম নামে আন্দলোনকারী এক শিক্ষার্থী বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান যোগদানের পর থেকে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে জড়িত। তাই আমরা তার পদত্যাগ চাই।’
রায়হান রনি নামে অপর এক শিক্ষার্থী জানান, ‘ডা. নাজমুল হাসানের ব্যাপক দুর্নীতি উল্লেখ করে আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে ফরিদপুর সিভিল সার্জন এর বরাবর ১৪ টি শর্ত দিয়ে স্মারকলিপি প্রদান করেছি। আমরা এই দুর্নীতি কর্মকর্তাকে আজকের পর থেকে আলফাডাঙ্গা হাসপাতলে দেখতে চাইনে।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজমুল হাসানের সাথে মুঠো ফোনে বারবার চেষ্টা করো পাওয়া যায়নি।
ফরিদপুর ডেপুটি সিভিল সার্জন শাহ্ মোহাম্মদ বদরুদ্দোজা জানান,ছাত্র আন্দোলনের বিষয়টি আমি শুনেছি। তবে সদ্য সিভিল সার্জন মহোদয়ের সাথে বিষয়টি জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।