মাসুদ স্মৃতি ফুটবল টুনামেন্টে শাপলাসালুক একাদশের জয়লাভ
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
272 বার দেখা হয়েছে
০
মাসুদ স্মৃতি ফুটবল টুনামেন্টে শাপলাসালুক একাদশ জয়লাভ করেছে।
শহরের হালিমা গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত মাসুদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আজ শনিবার বিকালে খেলায় জয় পেয়েছে শাপলা শালুক একাদশ । এদিন তারা প্রতিপক্ষ নীল তুলি ফ্যালকন একাদশকে ২-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন ইমন ও প্লাবন।