ফরিদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান
মাহবুব পিয়াল,ফরিদপুর :
রাসিন ফরিদপুরের উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় নারী উদ্যোক্তাদের মাঝে ক্ষুদ্র ব্যবসায় সহায়তা প্রদান কর্মসূচির উপকরণ বিতরন করা হয়েছে।
রবিবার(১২ই জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে বিকাল ৪টায় ফরিদপুরের নারী উদ্যোক্তা ও অসহায় দরিদ্র ভ্যান চালকদের মধ্যে ৩টি ভ্যান, ৮সেলাই মেশিন ও ১টি ইলেকট্রিক গার্মেন্টস সেলাই মেশিন , মুদি দোকানের স্টিল র্যাক, জামা কাপড়ের দোকানের কাপড় বিক্রির জন্য স্টিল সেলফ বিতরণ করা হয়েছে। রাসিন ফরিদপুরের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ হস্তান্তর করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল কালাম মোঃ লুৎফর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন রাসিনের চিপ কো-অর্ডিনেটর সিরাজ-ই- কবির খোকন।