মানিক কুমার দাস, ফরিদপুর :-
ফরিদপুর জেলার গোবিন্দপুর ফরিদপুর মহাশ্মশানে কালী পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার শ্মশানে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয় । কর্মসূচির মধ্যে ছিল কালীপূজা, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণ পরে রাতে বাউল গান পরিবেশন করেন নিত্যানন্দ শিল্পগোষ্ঠী টেপাখোলা।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস।
এ সময় শ্মশান কমিটির সভাপতি সুনীল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক উজজল কুমার সাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।