ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
438 বার দেখা হয়েছে
০
ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শাহাবুদ্দিন মুন্না।
আজ সোমবার বিকেলে শহরের ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট হল রুমে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।
সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি (ফরিদপুর বিভাগ) এ্যাড. হাবিবুর রহমান হাফিজ।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছ্যসেবক দলের যুগ্ন-সম্পাদক আহসান হাবিব প্রান্ত, কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক সফিউদ্দিন সেন্টু, মোস্তাফিজুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মো. রুহুল আমিন মুন্সি প্রমূখ।
প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আশরাফ হোসেন, মো. হাসানুর রহমান মৃধা, কামরুজ্জামান সুমন, লিটন বিশ্বাস, মাহফুজুর রহমান সবুজ, ছাত্রদল নেতা মো. হেমায়েত হোসেন, মো. খায়রুল ইসলাম রুমানসহ আরো অনেকে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ প্রতিনিধি সভায় ৯টি উপজেলার স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি ছাড়াও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।