• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

নিহতের পরিবারের দাবি হত্যা‘

বোয়ালমারীতে হাসপাতাল থেকে গৃহবধুর লাশ উদ্ধার 

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার বিকেলে এক গৃহবধূর লাশ বোয়ালমারী হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ উপজেলার বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের রাজমিস্ত্রি রুবেল শেখের স্ত্রী। রুবেল শেখ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলীর ছেলে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ লাশের পাশে শ্বশুরবাড়ির কোনো লোকজনকে না পেয়ে জরুরি বিভাগের চিকিৎসক বাদি হয়ে ইউডি মামলা করেছেন।

থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শান্তু মিয়ার মেয়ে শারমিনের (১৯) সাড়ে চার মাস আগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের রুবেল শেখের সাথে বিয়ে হয়। সোমবার দুপুর ১টার দিকে শারমিনকে শ্বশুরবাড়ির লোকজন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ লাশের পাশে শ্বশুরবাড়ির কোনো লোকজনকে না পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় নিহত শারমিনের বাবার বাড়ির লোকজন অন্য লোক মারফত খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে। পুলিশ বিকেল সাড়ে ৫টায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শারমিনের মরদেহ থানায় নিয়ে আসে।

নিহতের শ্বশুর বোয়ালমারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আইউব আলী বলেন, ‘পারিবারিক কোন কলহ ছিল না। তবে সোমবার সকালে কিস্তির টাকা নিয়ে আমার ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছিল।’

নিহত শারমিনের মেঝভাই হাসিব শেখ জানান, আমার বোনের মৃত্যুর এ ঘটনা আমাদেরকে তার শ্বশুর বাড়ির কেউ জানায়নি। অন্য লোকের মাধ্যমে আমরা বেলা তিনটার দিকে খবর পেয়ে হাসপাতালে এসে দেখি আমার বোন মারা গেছে। তিনি আরো জানান, আমার বোনকে গলা টিপে হত্যা করে হাসপাতালে রেখে তারা পালিয়ে গেছে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বলেন, ‘শারমিনকে নিয়ে আসার আগেই সে মারা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক সরোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করার সময় হাসপাতালে শারমিনের শশুর বাড়ির কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতালের ডাক্তার বাদি হয়ে ইউডি মামলা করেছেন। সুরতহাল রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারন।আগামীকাল মঙ্গলবার সকালে গৃহবধুর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।