ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীকে জরিমানা
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১২/৪/২২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা বাজারে আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি এস এম মোস্তাফিজুর রহমান ৪ ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন।
তিনি এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও খাবারে ভেজাল না দেওয়ার জন্য এ অভিযান পরিচালনা করা হয়, উক্ত অভিযান চলমান থাকবে।