• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
সাভার কলেজের খেলার মাঠে গরুর হাটের প্রস্তুতি, না বসানোর দাবি এলাকাবাসীর

সাভার পৌর এলাকায় সরকারি কলেজের খেলার মাঠে কুরবানীর গরুর হাট বসানোকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হাটের স্থানের অনুমতি, সিডিউল বিক্রি কিংবা ইজারাদার নির্ধারণ না হলেও ইতিমধ্যেই ওই খেলার মাঠের মধ্যে বাঁশের খুঁটি পুঁতে ও গেইট তৈরি করে হাটের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সাভার পৌর এলাকায় অন্য কোন খেলার মাঠ না থাকায় তাঁরাপুর মহল্লার সাভার সরকারি কলেজের মাঠটি দীর্ঘদিন যাবৎ এলাকাবাসী ও যুবসমাজ তাদের খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছে। এছাড়া প্রতিবছর এ মাঠেই ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। ফলে মাঠটি ঈদগা মাঠ হিসেবেও পরিচিত। তাই যুবসমাজের খেলাধুলা ও মুসল্লীদের ঈদের জামাতের মাঠটিকে গরুর হাটের জন্য বাছাঁই করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মাঝে।এ

মাঠটির পূর্ব দিকের দেওয়াল ঘেষে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, দক্ষিণ ও পশ্চিম দিকে মসিজদ, ক্লিনিক ও আবাসিক এলাকা এবং উত্তর দিকে বানিজ্যিক ও আবাসিক ভবন অবস্থিত।

এলাকাবাসীর দাবী, এই মাঠে গরুর হাট বসলে আবাসিক এলাকার পরিবেশ দূষণ এবং করোনার প্রকোপ আরো বৃদ্ধিসহ জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়বে। তাই আবাসিক এলাকার মধ্যে ও হাসপাতালের পাশে গরুর হাট না বসানোর জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

তারাপুর মহল্লার ইকবাল হোসেন বলেন, এই মাঠে কোরবানির গরুর হাট বসলে হাজার হাজার লোকজনের সমাগম ও পশুর বর্জ্যে পরিবেশ দারুণভাবে কলুষিত হবে। একই কথা বলেন ওই এলাকার আলফু মিয়া।

পন্ডিতপাড়া এলাকার বাসিন্দা কলেজ ছাত্র আবির বলেন, পৌর এলাকায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় তাদের এলাকাসহ আশপাশের এলাকার লোকজন এ মাঠে হাটাহাটি করে। অনেকে খোলা মাঠে খেলাধুলা ও শরীরচর্চাও করে। কিন্তু গরুর হাট বসলে এলাকাবাসী এ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

সাভার পৌরসভার মেয়র মোঃ আব্দুল গণি বলেন, কোরবানীর গরুর হাটের অনুমতিপত্র এখনও আমরা হাতে পৌছেনি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অনুমতিপত্র এসেছে বলে জানতে পেরেছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।